এক হাজার টাকা
দুই হাজার টাকা
পাঁচশত টাকা
নির্দিষ্ট সীমা নেই তবে অত্যধিক হবে না
প্রশ্নঃ যেক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদন্ড দেয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ডের পরিমাণ কত?
বর্ণনাঃ
সেকশন - ৬৩, Penal code অনুযায়ী অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থনৃড দেয়া যাবেনসে বিষয় কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ড নির্দিষ্ট সীমা নেই তবে অত্যধিক হবে না।
আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হত
আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই জখম হত
আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হত
আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
প্রশ্নঃ আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?
বর্ণনাঃ
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কারণটি গ্রহণযোগ্য হবে না তা হলো-
আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত।
গুরুতর আঘাতের প্ররোচনা
নরহত্যার প্ররোচনা
খুন করার প্ররোচনা
'গ' সুস্থ হওয়ার কোনো অপরাধ হয়নি
প্রশ্নঃ 'ক' -এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' -কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ 'ক' নিম্বের কোন অপরাধ করেছে?
বর্ণনাঃ
'ক' -এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' -কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ 'ক' অপরাধ করেছে-
খুন করার প্ররোচনা।
৩০০
৩০২
৩০৪
৩০৪ এ
প্রশ্নঃ 'খ' একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দের্শে 'ক'- কে আইনানুগভাবে গ্রেফতার করে। 'ক' পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে?
বর্ণনাঃ
অপরাধজনক নরহত্যা যখন কলহ উত্তেজনা ছাড়া বরং পরিকল্পিত এবং প্রত্যেক্ষ ফলস্বরূপ সংঘঠিত হয় তাকে খুন বা Murder বলা হয়। এটি penal code(1860)এর ৩০০ নং ধারায় বর্ণিত হয়েছে।
৯
৮
৭
৬
প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
বর্ণনাঃ
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা, ফৌজদারি কার্যবিধি -১৮৯৮ অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত ৯ প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।
Complaint সরাসরি রিজেক্ট করা
আসামী যদি উপস্থিত থাকে তাকে রিলিজ করা
২০৩ ধারায় Complaint টি ডিসমিস করা
উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেয়া
প্রশ্নঃ একটি Complaint Case এর cognizance taking stage- এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই,তখন নিম্বের কোন আদেশটি সঠিক হবে?
বর্ণনাঃ
একটি Complaint Case এর cognizance taking stage- এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই, তখন আদেশটি সঠিক হবে-
উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেয়াউপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেয়া।
তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী
আসামীর দাখিলকৃত দলিলপত্র
ডাক্তারের সার্টিফিকেট
প্রাথমিক তথ্য বিবরণী
মৃত্যুদন্ড
যাবজ্জীবন কারাদন্ড
১০ বছরের কারাদন্ড
১৪ বছরের কারাদন্ড
প্রশ্নঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেআইনী উদ্দেশ্যে কোনো শিশুকে বিদেশ থেকে আনা , বিদেশে পাচার করা বা কোনো শিশুকে ক্রয়-বিক্রয় করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?
বর্ণনাঃ
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেআইনী উদ্দেশ্য কোনো শিশুকে বিদেশ থেকে আনা, বিদেশে পাচার করা বা কোনো শিশুকে ক্রয় - বিক্রয় করার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড।
১৪ বছরের কারাদন্ড
যাবজ্জীবন কারাদন্ড
মৃত্যুদন্ড
১০ বছরের কারাদন্ড
প্রশ্নঃ প্রচলিত কোনো আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনীভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা অন্য কোনো দেশে পাচার করার জন্য Special powers Act- এর অধীন সর্বোচ্চ শাস্তি কি?
বর্ণনাঃ
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (১৯৭৪ সনের ১৪ নং আইন) এর ২৫ বি ধারায় বর্তমানে প্রচলিত কোন আইন দ্বারা নিষিদ্ধ পণ্য আমদানী বা রফতানি বা নিয়ন্ত্রিত পণ্য উপযুক্ত অনুমতি গ্রহন ও শুল্ক প্রদান ব্যতিরেকে আমদানী বা রফতানি এর কার্যকে অপরাধ গণ্য করে “জরিমানা সহ সর্বোচ্চ মৃত্যু দন্ড ও সর্বনিম্ন দুই বছরের সশ্রম কারাদন্ড" এর শাস্তির বিধান রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
দায়রা জজ আদালত
দ্রুত বিচার ট্রাইব্যুনাল
স্পেশাল ট্রাইব্যুনাল
দায়রা আদালত
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
হাইকো্র্ট বিভাগ
প্রশ্নঃ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
বর্ণনাঃ
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপীল করতে হবে- দায়রা আদালতে।
দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে-
১) দায়রা জজ আদালত।
২) অতিরিক্ত দায়রা জজ আদালত।
৩)সহকারী দায়রা জজ আদালত।
মেট্রোপলিটন এলাকার জন্যঃ
১) মহানগর দায়রা জজ আদাল।
২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
১৫ দিন
২১ দিন
৩০ দিন
৬০ দিন
জেলা জজ আলাদল
বিশেষ জজ আদালত
দায়রা আদালত
হাইকোর্ট বিভাগ
প্রশ্নঃ ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে?
বর্ণনাঃ
ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে জামিনের আবেদন করা যাবে দায়রা আদালতে।
দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে-
১) দায়রা জজ আদালত।
২) অতিরিক্ত দায়রা জজ আদালত।
৩)সহকারী দায়রা জজ আদালত।
মেট্রোপলিটন এলাকার জন্যঃ
১) মহানগর দায়রা জজ আদালত।
২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
হাইকোর্ট বিভাগ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
দায়রা আদালত
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
প্রশ্নঃ কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্টেট আদলতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে?
বর্ণনাঃ
কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্টেট আদলতে স্থানান্তর করার দরখাস্ত করতে হবে-দায়রা আদালত।
দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে-
১) দায়রা জজ আদালত।
২) অতিরিক্ত দায়রা জজ আদালত।
৩)সহকারী দায়রা জজ আদালত।
মেট্রোপলিটন এলাকার জন্যঃ
১) মহানগর দায়রা জজ আদালত।
২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
৬ মাস
১ বছর
২ বছর
৩ বছর
বাদীর দখলে বাধা সৃষ্টি না করার জন্য
বাদীর নিজ পদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করার জন্য
বাদীর চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি না করার জন্য
লীজের মেয়াদ অতিক্রান্তের পর ও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য
চুক্তি বলবতের মামলা করা
চুক্তি বলবতের জন্য ঘোষণামূলক মামলা করা
চুক্তিপত্র বাতিলের মামলা করা
চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
প্রশ্নঃ একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে?
বর্ণনাঃ
একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে-
চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
স্থাবর সম্পত্তির ভাগ বন্টন
নালিশী জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ
কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগভুক্ত কিনা তা নির্ধারণ
নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ
১৫ দিন
২১ দিন
৩০ দিন
৬০ দিন
চীন
ইরান
যুক্তরাষ্ট্র
মিশর
মামলা ডিসমিস
আরজি খারিজ
আরজি ফেরত
মামলার কার্যক্রম চলবে
কৃষকের জমি /বাড়ি
কৃষকের স্থাবর সম্পত্তি
কৃষকের ফসল
ব্যাংকে রক্ষিক কৃষকের টাকা
রায় প্রদানকারী সহকারী জজ আদালত
জেলা জজ আদালত
সিনিয়র সহকারী জজ আদালত
হাইকোর্ট বিভাগ
সম্পত্তি বাজেয়াপ্ত ও ৬ মাসের দেওয়ানী জেল
৬ মাসের সশ্রম কারাদন্ড ও জরিমানা
সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানী জের
৬ মাসের দেওয়ানী জের
তিন বছর
বার বছর
দশ বছর
এক বৎসর
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ